Dilip Ghosh, BJP, “সবকিছু ছেড়ে মৌলবী হয়ে যান, রাজনীতি করতে হলে সংবিধান মেনে করতে হবে,” হুমায়ুন কবির প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: শুক্রবার দোলের দিন খড়্গপুর শহরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকালেই রোজকার মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়্গপুরের বগদা এলাকায় চায়ের আসরে কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চায় অংশ নেন। বেশ কিছুক্ষণ দোলও খেলেন দলের কর্মীদের সঙ্গে। তারপরে সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন আমি কোন কিছু বললেই বহু সমালোচনা শুরু হয়ে যায়। বিরোধী দলনেতা এমন একটা মন্তব্য করেছেন তারপরেও বিজেপি চুপ। সাংবাদিকদের করা এই মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এসব শিখেছি। তারই প্রতিফলন এগুলো। উনি মুসলিম তোষণ করে সেখান থেকে লাভ পেয়ে ক্ষমতায় এসেছেন। অন্যরা যদি সেখানে তাকে দেখে প্রতিক্রিয়া দেয় বা তাকে অনুকরণ করে তাতে এত চিন্তা করছেন কেন। ওনার দলের লোকেদের বলুন যেন দুশ্চিন্তা না করেন।”

সম্প্রতি বিধায়ক হুমায়ুন কবীর বলেছেন, আমাদের দল নিয়ে কোনো মন্তব্য করলে ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “উনি আর দল করছেন কেন তাহলে, এসব ছেড়ে মৌলবী হয়ে যান। ববি হাকিমের মতো ধর্ম প্রচার করুন। রাজনীতি কেন করতে এসেছেন, রাজনীতি করতে এলে সংবিধান মেনে করতে হবে। তার বাইরে কিছু করলে সরকার আছে কোর্ট আছে তারা দেখবে। এবং উনি যে ঠিক বলেননি তার জন্য দল তাকে শোকজ করেছে। তাকে সাসপেন্ড করা উচিত, এমনকি তাকে দল থেকে বহিষ্কার করা উচিত।”

যাদবপুর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যাদবপুর একটা ঐতিহ্যশালী শিক্ষার স্থান। সেখানে রাজনীতি করা বা দাঙ্গা করার জায়গা নয়। কমপক্ষে জেএনইউ’কে দেখে পশ্চিমবঙ্গ সরকার শিখুক। দম থাকলে সরকার শিক্ষাঙ্গনকে শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করুক।”

শান্তিনিকেতন প্রসঙ্গে তিনি বলেন, “এই ধরনের পাগলামো যাদের মাথায় আসে তারা রাজনীতি ছেড়ে দিন। ভারতবর্ষে দীর্ঘদিন ধরে দোল একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেটাতে বিভিন্ন কারণে যারা বাধা দিতে আসবে সমাজ তাকে মেনে নেবে না। যাই হোক, আমি শুনলাম ব্যানার নাকি সরিয়ে নেওয়া হয়েছে। এটা সরিয়ে নিন না হলে আপনাদেরকে রাজনীতি থেকেই সরিয়ে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *