আমাদের ভারত, হলদিয়া, ৩ ডিসেম্বর : হলদিয়ায় একই মঞ্চে কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠ ও তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। যা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।
হলদিয়ার দুর্গাচকে ক্ষুদিরাম স্কয়ারে ক্ষুদিরামের জন্মদিবস পালন উপলক্ষে একটি অনুষ্ঠানে ২০০৭ সালে নন্দীগ্রামে ভূমি আন্দোলন যার জন্য শুরু হয়েছিলো সেই সময়ের সিপিএমের সাংসদ বর্তমান কংগ্রেসের নেতা লক্ষ্মণ শেঠকে দেখা গেলো তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে একই মঞ্চে। নন্দীগ্রামের ভূমি আন্দোলনের নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলে চাপানউতোর চলছে, ঠিক সেই সময়ে একই মঞ্চে লক্ষ্মণ শেঠ ও কুনাল ঘোষ, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেরই ধারণা লক্ষ্মণ শেঠ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। সাংবাদিকদের মুখমুখি হয়ে কুনাল ঘোষ লক্ষ্মণ শেঠের ভূয়সী প্রশংসা করে বলেন, হলদিয়ার নব রূপকার তিনি। তাছাড়া নন্দীগ্রাম ঘটনায় তাঁকে আলিমুদ্দিন অযথা দোষারোপ করেছে। তিনি নন্দীগ্রামের এই ঘটনা ঘটুক চাননি।
যে নন্দীগ্রামের আন্দোলনের ফলে তৃণমূল রাজ্যে সরকার গড়েছিলো এবং সেই ঘটনার খলনায়ক বলা হোত লক্ষ্মণ শেঠকে। সেই লক্ষ্মণ শেঠের পাশে একই মঞ্চে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের থাকা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
লক্ষ্মণ শেঠ অবশ্য কংগ্রেস ছাড়ার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে বলেছেন, ক্ষুদিরামের জন্ম বার্ষিকী পালন উপলক্ষে একটি অরাজনৈতিক মঞ্চে তিনি আমন্ত্রণ পেয়েছিলেন সেই কারণে গিয়েছিলেন। এখানে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কোনও ব্যাপারই নেই।