স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ সেপ্টেম্বর: করোনা আবহে আদালত বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন আইনজীবী, ল- ক্লার্ক সহ বিচার প্রার্থীরা। তাই বৃহস্পতিবার নদিয়া জেলা আদালতে বিক্ষোভে সামিল হলেন তারা।
করোনা আবহে দীর্ঘ পাঁচ মাস ধরে আদালত বন্ধ। দীর্ঘ পাঁচ মাস ধরে আদালত বন্ধ থাকায় আইনজীবী ও ক্লার্করা অতি কষ্টে দিন কাটাচ্ছেন। তারা প্রকৃতপক্ষে আর্থিক অনটনের মধ্য দিয়ে চলছেন। সাধারণ মানুষ বিচার পাচ্ছেন না। বিচার প্রার্থীরা আসছে কিন্তু বিচার পাচ্ছেন না। সেই জন্যই এই আন্দোলন।স্বাভাবিকভাবে যাতে আদালত চলে বিচারপ্রার্থীরা যাতে বিচার পায় তার জন্যই এই আন্দোলন। বৃহস্পতিবার নদিয়া জেলার কৃষ্ণনগর জেলা আদালতের আইনজীবী ও ল- ক্লার্করা সম্মিলিতভাবে মিছিল করে নদিয়া জেলা জজের হাতে স্মারকলিপি তুলে দেন।

কৃষ্ণনগর ফেডারেশন অফ বার অ্যাসোসিয়েশনের সভাপতি রমেন্দ্রনাথ মুখার্জি জানান, যাতে রোজ আদালতে কাজ হয় এবং বিচারপ্রার্থীরা যাতে বিচার পায় তার জন্য এই আন্দোলন। এই আন্দোলন ল- ক্লার্ক, আইনজীবী ও বিচার প্রার্থীদের স্বার্থে।
কৃষ্ণনগর নদিয়া জেলা ফেডারেশন অফ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশীষ রায় জানান, যেখানে পশ্চিমবাংলার সর্বত্র লকডাউন তুলে দেওয়া হচ্ছে সেখানে বিচার ব্যবস্থা বন্ধ রাখা হচ্ছে। কিছু বিচার হচ্ছে কিছু বিচার হচ্ছে না। এতে মানুষের ক্ষতি হচ্ছে। মানুষ সুবিচার পাচ্ছেন না। নদিয়া জেলার সমস্ত বার অ্যাসোসিয়েশন আমাদের সমর্থন জানিয়েছে। তেহট্ট কোর্ট বার অ্যাসোসিয়েশন, নবদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন, কল্যাণী কোর্ট বার অ্যাসোসিয়েশন, রানাঘাট কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ আমাদের সহযোগী ল ক্লার্কও আমাদের সহযোগী হয়ে উঠেছেন। এই অচলাবস্থা বেশিদিন চলতে পারে না। মানুষ বিচার চায়। আমরা এর জন্য যা করার দরকার তাই করবো।


