জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম বর্ষিয়ান আইনজীবী সমরেন্দ্র নাথ দাসের (৭৫)। মেদিনীপুর শহরে তিনি সমর দাস নামে অধিক পরিচিত ছিলেন। গত শনিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর শালবনির কোভিড হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। চারদিন ভর্তি থাকার পর গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ তিনি মারা যান।
সমরবাবুর শ্বাসকষ্ট সহ অন্যান্য কো মরবিডিটি ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কয়েকদিন ধরে জ্বরে ভোগায় তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। তাঁর প্রয়াণে জেলার আইনজীবী মহল শোক প্রকাশ করেছে। অরবিন্দনগর এলাকার এই আইনজীবী সহ কামার আড়া ও ছোট বাজার এলাকার আরো দুজনের অর্থাৎ মেদিনীপুর শহরে এ পর্যন্ত মোট তিনজনের করোনায় মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

