Rabindra Sarobar, Court রবীন্দ্র সরোবরের সবুজ দখল নিয়ে মামলা

আমাদের ভারত, কলকাতা, ২৮ জুন: রবীন্দ্র সরোবরের মধ্যে পাঁচ বিঘা জমি এক বেসরকারি ক্লাবকে দেওয়ার ফলে লেকের সবুজ ধ্বংস হচ্ছে বলে অভিযোগ। অনেক ছোটো বড় গাছ কাটা পড়েছে। এই অভিযোগ করে দুই ব্যক্তি এবং একটি সমাজসেবা মূলক প্রতিষ্ঠান জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করলেন। শুক্রবার পরিবেশ সংগঠন সবুজ মঞ্চ কলকাতা হাই কোর্টে আরও একটি মামলা দায়ের করে।

জাতীয় পরিবেশ আদালতে তিনটি মামলার শুনানি হবে ১০ জুলাই। আর হাই কোর্টে আরও একটি মামলা দায়ের হচ্ছে। এদিন এ খবর জানিয়ে বিশিষ্ট পরিবেশ প্রযুক্তিবিদ্ সোমেন্দ্র মোহন ঘোষ এই প্রতিবেদককে বলেন, “মাননীয় মেয়র বলেছিলেন শহরে নগর বনাঞ্চল তৈরি করা হবে। কিন্তু রবীন্দ্র সরোবরে আট নম্বর গেটের পাশে শহুরে বন নষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারের উপযোগী গ্রাস টার্ফ কার্পেট লাগানোর পরিকল্পনা করেছে মাত্র একবছর বয়সের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, যার পোষাকি নাম ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশন। এর ফলে ভূ- গর্ভে জল যাওয়া এবং লেকের জীববৈচিত্র্য ব্যাহত হবে। মাঠটি তৈরি করা হচ্ছে তথাকথিত সেলিব্রিটিদের জন্য।

পরিবেশবিদ সমীর বসুর অভিযোগ, কেএমডিএ লেকের রক্ষাকর্তা হিসাবে মাঠটি বেসরকারি ওই সংস্থাকে মাসিক ভাড়ায় দিয়েছে কোনও রকম টেন্ডার বা দরপত্র ছাড়াই। এবার প্রশ্ন উঠেছে জাতীয় হ্রদের জমি যা প্রাকৃতিক ‘হেরিটেজ সাইটে’ অন্তর্ভুক্ত তা কী করে নামমাত্র ভাড়ায় দেওয়া যায়?

রবীন্দ্র সরোবরের নিয়মিত প্রাতঃভ্রমণকারী সুমিতা ব্যানার্জি বলেন, কীভাবে গাছ ও মাঠের ঘাস দিয়ে কেটে সবুজ ধ্বংস করা হলো নাগরিকরা জানতে চায়। তাদের মূল প্রশ্ন, আদৌ কি জাতীয় সরোবরের জমির ভারপ্রাপ্ত কেএমডিএ-র বেসরকারি কাউকে হস্তান্তর করার ক্ষমতা আছে?

সোমেন্দ্রবাবু এই প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে চতুর্থ মামলাটি হবে হাই কোর্টের স্টে অর্ডার। যতক্ষণ পর্যন্ত অন্য মামলাগুলির নিষ্পত্তি না হচ্ছে, ততদিন কাজ বন্ধ করার। এবং তা করতে হবে অবিলম্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *