SUCI, Jalpaiguri, জলপাইগুড়িতে আইন অমান্য কর্মসূচি এসইউসিআই- এর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ এপ্রিল: নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইন অমান্য কর্মসূচিতে সামিল হলো এসইউসিআই- এর জলপাইগুড়ি জেলা কমিটি। বৃহস্পতিবার শহরে মিছিল করে জেলাশাসকের দফতরে আইন অমান্য কর্মসূচি শুরু করেন দলের নেতা কর্মীরা। যদিও কোতোয়ালি থানায় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে লোহার ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। রাস্তায় দাঁড়িয়ে এসএউসিআই নেতা কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করেন। পাশাপাশি এসএসসি’র নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা। চাকরিহারাদের পূর্নবহাল রাখারও দাবি তোলে কমিটি।

একদিকে মূল্যবৃদ্ধি ও অন্যদিজে বেকারত্বের জেরে নাজেহাল অবস্থায় রয়েছে জনগণ। পাশাপাশি মানুষের জীবনদায়ী প্রায় সাতশোটি ওষুধের দাম ব্যাপক ভাবে বাড়ানো হয়েছে। চা শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া, ৩০ শতাংশ চা বাগানের জমি নিয়ে টি টুরিজম করা হচ্ছে, শ্রমিকদের আশঙ্কা তাঁরা বাস্তুচ্যুত হয়ে যাবে। এরকম একাধিক দাবি আদায়ের লক্ষ্যে এই আইন অমান্য। তাদের দাবি, এখানে পুলিশের ভূমিকা ন্যাকারজনক।” এ দিকে আন্দোলনকারীদের একাংশকে পুলিশ গ্রেফতার করে। কয়েকজনকে পুলিশের বাসে নিয়ে যাওয়া হয় থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *