লাভ জেহাদ বিরোধী আইন থাকলে মেয়েকে হয়তো হারাতাম না, আক্ষেপ নিহত নিকিতা তোমরের বাবার

আমাদের ভারত,২ নভেম্বর: উত্তরপ্রদেশের যোগী সরকার লাভ জিহাদ ঠেকাতে আইন আনতে চলেছে। এদিকে নিজের মেয়েকে হারানোর পর সেই আইনের কথা বলছেন হরিয়ানার বল্লভগড়ের গুলিতে নিহত কলেজ ছাত্রীর বাবাও।

গত সোমবার প্রকাশ্যে নিকিতা তোমর নামে এক কলেজ ছাত্রীকে তৌসিফ নামে এক যুবক গুলি করে খুন করে । নিকিতার কলেজের সামনেই গুলি করা হয়। গোটা ঘটনাকে লাভ জিহাদ বলে মনে করছেন বেশকিছু মহল। অভিযোগ নিকিতাকে বিয়ে করার জন্য তাঁকে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হচ্ছিল। নিকিতার পরিবারের এক সদস্যের অভিযোগ তৌসিফের মা ফোন করে নিকিতাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিতেন।

মেয়েকে হারানোর পর রাজ্যের প্রস্তাবিত লাভ জিহাদ বিরোধী আইনের কথা বলেছেন নিকিতার বাবা। তিনি বলেন রাজ্যে যদি লাভ জেহাদ বিরোধী আইন থাকতো তাহলে মেয়েকে হয়তো হারাতাম না।

এদিকে নিকিতা তোমরকে গুলি করার কথা স্বীকার করে নিয়েছে তৌসিফ। পুলিশকে সে জানিয়েছে নিকিতা সঙ্গে অন্য এক যুবকের বিয়ে পাকা হয়েছিল। সেই রাগেই নিকিতাকে সে গুলি করে। পুলিশ জানতে পেরেছে ওই ঘটনার আগের দিন সে নিকিতার সঙ্গে প্রায় ১০০০ সেকেন্ড ফোনে কথা বলেছিল।

নিকিতা সোমবার কলেজে গিয়েছিল পরীক্ষা দিতে। পরীক্ষা শেষ হবার পর সে কলেজের গেটের বাইরে এক বান্ধবীর সঙ্গে দাঁড়িয়েছিল। তখনই তৌসিফ ও আর এক যুবক তাকে জোর করে একটি গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হলে সে নিকিতাকে তাক করে গুলি করে।

রবিবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ টুইট করে জানিয়েছেন, লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনার কথা ভাবছে হরিয়ানা সরকার। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন “যারা আমাদের মেয়েদের সম্মান করবে না তাদের রাম নাম সত্য হবে। লাভ জিহাদের বিরুদ্ধে শীঘ্রই আইন আনছে রাজ্য সরকার। সম্প্রতিক এলাহাবাদ হাইকোর্ট ও রায় দিয়েছে কেবলমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *