আমাদের ভারত, ৭ মে: প্রয়াত হলেন উদ্যোগপতি ও সাংস্কৃতিক কর্মী মৌ রায়চৌধুরী। তিনি টেকনো ইন্ডিয়া গ্রুপের অন্যতম কর্ণধার সত্যম রায়চৌধুরীর স্ত্রী ছিলেন। এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “আজ বাংলার একজন নেতৃস্থানীয় উদ্যোক্তা ও সাংস্কৃতিক কর্মী মৌ রায়চৌধুরীর অকাল মৃত্যুর সংবাদ পেয়ে আমি মর্মাহত হয়েছি। টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন এবং আজকাল গ্রুপ অব পাবলিকেশনের একজন সম্পাদক ছিলেন তিনি। আমাদের শিক্ষা ও সাংবাদ জগতের কিছু বড় ক্রিয়াকলাপের নেতৃত্বও দিচ্ছিলেন। তাঁর আচমকা প্রস্থান একটা শূন্যতার সৃষ্টি করল।
আমি তাঁর স্বামী সত্যম, পুত্র দেবদূত এবং পুরো পরিবারকে স্বান্ত্বনা জানাই। দক্ষতার সাথে তিনি যে গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন, সেই গোষ্ঠীর সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।