আমাদের ভারত, কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ক্লাব, কলকাতার সদস্য দেবাশিস ভট্টাচার্য রবিবার ভোরে দক্ষিণ কলকাতায় তাঁর বাসভবনে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
তাঁর প্রয়াণে প্রেস ক্লাব কলকাতা শোকপ্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে, “দীর্ঘদিন লিউকোমিয়ায় ভুগছিলেন তিনি। আজ ভোরে তাঁর জীবনাবসান হয়। তাঁর সাংবাদিকতা শুরু হয় ‘দর্পন’ পত্রিকায়। পরে দীর্ঘদিন ‘আজকাল‘ সংবাদপত্রে রাজনৈতিক সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়া আকাশ বাংলা, কলকাতা টিভিতেও তিনি দায়িত্বপূর্ণ পদে ছিলেন।
‘ইন্দিরার কারাগারে’, ‘ সত্তরের দিনগুলি’, ‘ সেই ত্রিশ বছর’ প্রভৃতি একাধিক পুস্তক প্রনেতা দেবাশিসবাবু প্রথম জীবনে ছিলেন বামপন্থী রাজনৈতিক কর্মী। নকশালপন্থী আন্দোলনে যোগ দিয়ে কয়েকবছর কারাবাসেও ছিলেন। পরে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও বন্দীমুক্তি আন্দোলনে যুক্ত হন। আটের দশকে পুরসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রখর স্মৃতিশক্তি ও বিশ্লেষণী ক্ষমতার অধিকারী দেবাশিস ভট্টাচার্যের কাছে যে কোনও সাংবাদিকই তথ্যের জন্যে যোগাযোগ করতেন এবং তিনি নিমেশে তা স্মৃতি থেকে বলে দিয়ে সবসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতি বর্তমান। প্রেস ক্লাব কলকাতা প্রয়াত এই সাংবাদিকের স্মৃতির অরতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।“