শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তে সংখ্যা ১২, মোট ৮৯, কেন্দ্র বলছে ১১৬

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যে করোনা সংক্রমণে গতি মোটামুটি একই রয়েছে। প্রতিদিনের মতো এদিনও নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন। এই মুহূর্তে রাজ্যের হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮৯ জন। সুস্থ ১৬ জন, মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার নবান্ন থেকে এই তথ্যই প্রকাশ করলেন মুখ্য সচিব রাজীব সিনহা। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১০। যদিও কেন্দ্রের দাবি, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১১৬।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব জানান, গোটা পরিস্থিতি সামাল দিতে সব রকম পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য ৭ লক্ষ ২০ হাজার এন-৯৫ মাস্ক অর্ডার দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্ডার দেওয়া হয়েছে ১১ লক্ষ পিপিই স্যুট। কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে ৫৬২ কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। রয়েছে ৬১টি হাসপাতাল। নতুন করে আরও ২০টি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৮৩০ জনকে। গোটা রাজ্যে এখনও পর্যন্ত করোনা টেস্ট করা হয়েছে ২ হাজার ৯৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *