রাজেন রায়, কলকাতা, ৭ মে: শুধু মৃত্যুহারে দেশের সর্বোচ্চ স্থান নয়, করোনা সংক্রমণের হারেও গত দু’দিন ধরে দেশের অন্যান্য রাজ্যগুলিকে টেক্কা দিচ্ছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেও সংক্রমণ গতিতে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। বিষয়টি যথেষ্টই উদ্বেগের বলে মত স্বাস্থ্য ভবনের আধিকারিকদের।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় আরও ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা যাওয়ায় রাজ্যে মৃত্যু সংখ্যা ৭৯। তবে করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৫১ জনের। এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে চিকিৎসাধীন ১১০১ জন। এ দিন আরও ৩১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হওয়ার সংখ্যা ২৯৬ জন, যা মোট আক্রান্তের ১৯.১২ শতাংশ।
এদিনে বুলেটিন দেখা গিয়েছে, কলকাতায় আক্রান্তের সংখ্যা ৭৮৩ জন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৩২৪। তারপরেই উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ২২০ জন। রাজ্যের ১৬ টি জেলায় আক্রান্ত রয়েছে এবং ৭ জেলা যথাক্রমে আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এখনও পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হননি। এই সাতটি জেলা রয়েছে রাজ্যে গ্রিন জোন তালিকায়।
জানা গিয়েছে, এ যাবৎ রাজ্যে মোট করোনা টেস্টের সংখ্যা ৩২৭৫২। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ২৬১১ জনের। রাজ্যে ৬৮ টি করোনা হাসাপাতালে মোট ৮৫৭০টি বেড এবং ৯০৭ জনের আইসিইউ পরিষেবা রয়েছে। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। এখনও সরকারি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ৪৭৫৭ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৯৬১৮ জন।