(ছবি: ফাইল থেকে)
আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৭ জানুয়ারি: প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। আটক করা হয়েছে মনোজিৎ ঘোষ নামে এক যুবককে। তবে পুলিশ এনিয়ে এখনই কিছু বলতে চায়নি।
শনিবার রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় রদিপুর গ্রামের ডাঙ্গাপাড়ার কাছে ক্যানেলের ধারে প্রচুর বিস্ফোরক মজুত করা রয়েছে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ গ্রামে হানা দিয়ে প্রচুর ডিটোনেটর এবং জিলেটিন স্টিক উদ্ধার করে। ওই গ্রামের ব্যাঙ্গা ডোমের বাড়ির উঠোনে ত্রিপল চাপা দিয়ে বিস্ফোরক মজুত করা ছিল। পুলিশ গ্রামে গিয়ে সমস্ত বিস্ফোরক উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের বাসিন্দারা বলেন, “শুক্রবার রাতে মনোজিৎ রেখে গিয়েছিল। বলেছিল শনিবার সকালে নিয়ে যাবে। কিন্তু নিয়ে যায়নি। বিকেলে পুলিশ এসে সেগুলি নিয়ে যায়। আমাদের খোলামেলা ঘর পেয়ে ওরা রাতের অন্ধকারে ওসব রেখে চলে যায়। আমরা ভয়ে কিছু বলতে পারি না। রাখতে বাধা দিলেই ভয় দেখায়”।
পুলিশ জানিয়েছে কাগজপত্র দেখা হচ্ছে। এখনই কিছু বলা যাবে না।

