সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ জুলাই: টেকনিশিয়ান পরিচয় দিয়ে বিষ্ণুপুর জেলা হাসপাতাল থেকে দুটি দামি ল্যাপারোস্কোপিক যন্ত্র চুরি করে এক ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার চৌহাটি এলাকা থেকে গতকাল গ্রেপ্তার করে অভিযুক্ত সমীর মণ্ডল নামে এক ব্যক্তিকে।
উল্লেখ্য, গত ০১.০৪.২০২৫ ধৃত সমীর মন্ডল নিজেকে একটি কোম্পানির টেকনিশিয়ান পরিচয় দিয়ে বিষ্ণুপুর জেলা হাসপাতালে প্রবেশ করে দুটি দামি ল্যাপারোস্কোপিক যন্ত্র চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় বিষ্ণুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ ও ধারাবাহিক তদন্তের পর তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদের সময়, সে তার অপরাধ স্বীকার করে নেয়। আরও কয়েকটি জেলা হাসপাতালেও এই ধরনের অপরাধ করেছে বলে সে স্বীকার করে।
পুলিশ সূত্রে জানাগেছে যে, চুরি যাওয়া যন্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে বলে বিষ্ণুপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।