জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: জঙ্গলমহলের বিভিন্ন এলাকা থেকে মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ার পর এবার শালবনিতে ল্যান্ডমাইন আতঙ্ক ছড়াল। এখানকার রঞ্জার জঙ্গলে পিড়াকাটা- গোয়ালতোড় রাজ্য সড়কের একটি কালভার্টের তলায় বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি কন্টেনার দেখতে পান। তারাই পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেন। বেলা এগারোটা নাগাদ দমকলের একটি ইঞ্জিন সহ অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং সিআইডির বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুপুর পর্যন্ত রাজ্য সড়কে যাতায়াত বন্ধ করে দেয়।
দুপুর একটা নাগাদ বম্ব স্কোয়াডের সদস্যরা কন্টেনারটি উদ্ধার করার পর পরীক্ষা করে দেখেন তাতে বিস্ফোরক ভরা রয়েছে। এরপর স্কোয়াডের সদস্যরা তা নিষ্ক্রীয় করে। বিস্ফোরক ভর্তি কন্টেইনারটি কে বা কারা রঞ্জার জঙ্গলে কালভার্টের তলায় রেখেছিল এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করলেও মুখ খুলতে চায়নি।