আমাদের ভারত, কলকাতা, ১৮ মে: রবীন্দ্র সরোবরে ৫ বিঘা জমি একটি বেসরকারি বিনোদন সংস্থাকে মাসিক ভাড়ায় দেওয়ায় একযোগে প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হল। শুক্রবার সন্ধ্যায় ‘সবুজ মঞ্চ’-র কলকাতা জেলা কমিটি পক্ষ থেকে সূর্য্য সেন মঞ্চে একটি নাগরিক কনভেনশনে প্রতিবাদের এই আহ্বান জানানো হয়। সেখানে বক্তারা কে এম ডি এ-র জমি হস্তান্তরের ‘অত্যন্ত বেআইনি’ সিদ্ধান্তের সমালোচনা করেন।
লেকের জমির হস্তান্তরের এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বহু মানুষ। কলকাতার প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণের ক্ষেত্রে সরকারি সংস্থা কে এম ডি এ রবীন্দ্র সরোবরের সংরক্ষক হয়েও নজির সৃষ্টিকারী একটি অন্যায় ভূমিকা পালন করেছেন বলে মনে করছেন সরোবর এবং প্রকৃতিপ্রেমী মানুষ। এই নাগরিক কনভেনশনে একযোগে সিদ্ধান্ত নেওয়া হয় কেএমডিএ’র এই পরিবেশ বিরুদ্ধ চক্রান্তের প্রতিবাদে সমস্ত পরিবেশ বন্ধু, পরিবেশ প্রেমী নাগরিক সমাজের পক্ষ থেকে সমবেত হবেন।
জাতীয় সরোবরের অভ্যন্তরে ৯৮ কাঠা জমি কেমন করে একজন অভিনেতার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে ক্রিকেট অ্যাকাডেমির নাম করে দেওয়া হল, এর উত্তর দাবি করেন কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিবেশ সংস্থা।
চূড়ান্ত ভাবে পরিবেশ বিরুদ্ধ জনস্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত সম্পর্কে সভায় আলোচিত হয়। বক্তাদের একাংশ বলেন, সরকারিভাবে এই অন্যায় পদক্ষেপ যদি রবীন্দ্র সরোবরে সফল হয়, তবে রাজ্যজুড়ে পার্ক, খেলার মাঠ, জলাভূমি সর্বত্র এই ঘটনা ঘটতে পারে।
কনভেনশনে সর্বতোভাবে এই ‘বেআইনি নির্দেশ’ প্রত্যাহার করার দাবি রাখা হয়। এ ছাড়াও যতদিন না কেএমডিএ-র এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়, সরোবরের চারপাশে প্ল্যাকার্ড, ব্যানার সহযোগে শুভানুধ্যায়ীদের নিয়ে নাগরিক মিছিলের প্রস্তুতি নেবার সিদ্ধান্তের কথাও জানান ‘সবুজ মঞ্চ’-র সম্পাদক নব দত্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ নিয়ে কাজ করেন এমন একাধিক সংগঠনের প্রতিনিধি। সভায় বক্তব্য রাখেন পরিবেশবিদ সোমেন্দ্রমোহন ঘোষ, সাংবাদিক জয়ন্ত বসু, পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।