সিপাই বাজার এলাকার ৪০০টি পরিবারকে দেওয়া হল জমির রেকর্ড 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জুলাই: বৃহস্পতিবার মেদিনীপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সিপাই বাজার এলাকায় খাসমহল মৌজার বাড়পাথর ক্যান্টনমেন্টের লিজের জমির রেকর্ড দেওয়া হয়েছে। এদিন প্রায় ৪০০টি পরিবারকে জমির খসড়া রেকর্ড দেওয়া হল।

প্রশাসনিক সুত্রে জানা গেছে, ঐ এলাকার যারা এতদিন লিজের জায়গায় বসবাস করে আসছিলেন, সেইসব উপভোক্তারা নিজস্ব পরিচয় পত্র নিয়ে এসডিএল এবং এলআরও’র কাছে গেলে, তাদের হাতে জমির রেকর্ডের সরকারি নথি তুলে দেয়া হবে। আগামী ২০ জুলাই পর্যন্ত উপভোক্তাদের জমির খসড়া রেকর্ড দেয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *