আমাদের ভারত, ১১ মে : লকডাউনের কারণে প্রায় শুয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে দরকার দ্রুত শিল্পায়ন। কিন্তু শিল্পায়নের পথে সবচেয়ে বড় বাধা জমি পাওয়া। তাই এই জমিজট কাটিয়ে উঠতে এবার শিল্পপতিদের সরাসরি কৃষকদের কাছ থেকে জমি কেনার আইন চালু করল কর্নাটক সরকার।
১৯৬১ সালের জমি অধিগ্রহণ আইনকে সংশোধন করে কর্ণাটক সরকার শিল্পের পথে জমিজটের মতো বাধা সরাতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত শিল্পমহলের।
তবে জমি কিনতে পারলেও রাজস্ব বিভাগ থেকে অনুমোদন আদায় করতে হবে শিল্পপতিদের। আবেদন করার ৩০ দিনের মধ্যে সবুজ সংকেত দিলে তবে এগোনো যাবে।
এর আগে শিল্পের জন্য কৃষি জমি কিনতে হলে সরকারি এজেন্সির মাধ্যমে কিনতে হতো শিল্পপতিদের। কিন্তু মার্চ মাসে সংশোধিত জমি অধিগ্রহণ আইন নোটিফাই করে কর্ণাটক সরকার। বেঙ্গালুরুর চেম্বার অব কমার্সের সভাপতি দেবেশ আগারওয়াল সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।