অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ এপ্রিল: মহামারি করোনা ভাইরাসের মোকাবিলায় আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য বাবদ এক লক্ষ একশো এক টাকার চেক ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানীর হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি লালগড় চক্র। এদিন লালগড় চক্রের সভাপতি বিবেক বিকাশ গোস্বামী ও ঝাড়গ্রাম জেলার শিক্ষক সংগঠনের সভাপতি স্বপন পাত্র ঝাড়গ্রাম জেলা শাসকের হাতে এই চেক তুলে দেন।