সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৭ মার্চ: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বিটি রোড ক্যাম্পাসে অশ্লীলতার অভিযোগে ইতিমধ্যেই ৫ ছাত্র-ছাত্রীকে গ্রেফতার করেছে সিঁথি থানার পুলিশ। কিন্তু বিষয়টিকে লঘু করে দেখতে চাইছে না লালবাজার। এই কাণ্ডে বহিরাগত যোগ কতটা, ক্যাম্পাসকে কলঙ্কিত করার পূর্ব পরিকল্পনা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে সাইবার বিশেষজ্ঞ সহ বিশেষ দল গঠন করল লালবাজার। জানা গিয়েছে এরা আলাদাভাবে ওই ৫ ছাত্রছাত্রীকে জেরা করবেন।
লালবাজারে এক কর্তা বলেন, শুধুমাত্র ক্ষমা প্রার্থনায় এত বড় ঘটনা প্রশমিত হয়ে যায় না। সাধারণ ছাত্র-ছাত্রীদের দিয়ে বহিরাগত কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সেটা জানার জন্যই এই তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে আদালতের পরামর্শ নেবে ওই বিশেষ দল। এরপরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।
উল্লেখ্য, শুক্রবার রাতেই বিতর্কের মধ্যেই রবীন্দ্রভারতীতে অশ্লীলতাকাণ্ডের জেরে ই-মেল করে নবান্ন, রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর কাছে ইস্তফা দিয়েছিলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। কিন্তু সেইসব ইস্তফাপত্র গ্রহণ না করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, এটি একটি সামাজিক ব্যাধি। এর দায় শুধুমাত্র উপাচার্যের নয়। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। উপাচার্যের চলে যাওয়ার দরকার নেই। এই ব্যাধির বিরুদ্ধে সবাইকে মিলে লড়তে হবে।’