নীল বনিক, আমাদের ভারত, ১৬ এপ্রিল: আইনভঙ্গকারীদের গোলাপ ফুল হাতে দিয়ে মাস্কের গুরুত্ব বোঝাচ্ছে লালবাজার। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় প্রচুর মানুষ মাস্ক না পরেই রাস্তায় নামে। অথচ কেন্দ্র এবং রাজ্য সরকার ঘোষণা করেছে রাস্তায় নামলে পরতে হবে মাস্ক।
কিন্তু কে কার কথা শোনে। করেনাকে পাত্তা না দিয়ে বহু মানুষ ধর্মতলার রাস্তায় নেমেছেন মাস্ক না পরে। সেইসব আইনভঙ্গকারীদের প্রতি এদিন আইন মানার জন্য গাঁধিগিরিতে ভরাসা রাখলেন লালবাজারের উর্দিধারিরা। আজ সকালে মাস্ক না পরে অনেকেই ধর্মতলায় পা রেখেছেন। তাদের হাতে গোলাপ দিয়ে মাস্ক তুলে দিয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীরা। তারসঙ্গে করোনার কবল থেকে রক্ষাপেতে মাস্ক যে জরুরী তাও বুঝিয়েছে পুলিশকর্মীরা।
এদিন পুলিশের সঙ্গে এমন কাজে সাহায্য করে শহরের একটি স্বেচ্ছাসেবি সংস্থা। তারাও পুলিশের সঙ্গে হাত মিলিয়ে মানুষের মধ্যে মাস্ক বিলি করেন। তারসঙ্গে আগামী দিনে কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে এভাবে কাজ করে মানুষকে মাস্ক ব্যবহারে সচেতনার পাঠ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবি সংস্থার সদস্যরা।