স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ আগস্ট: আফগানিস্তানের পরিস্থিতি সকলেরই জানা, আমাদের বাড়ি ফিরতে কোনও অসুবিধা হয়নি। আফগানিস্তান থেকে বাড়ি ফিরে পরিস্থিতির কথা শোনালেন নদিয়ার তাহেরপুর থানার এ ব্লকের বাসিন্দা লালবাহাদুর কুন্ডু।

২০১৫ সালে ক্যাটারিংয়ের কাজে আফগানিস্থানে গিয়েছিলেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে আফগানিস্থানের কাবুলে কর্মরত ছিলেন। প্রতি বছর নিয়মিত বাড়ি ফিরতেন। কিন্তু এবারের বাড়ি ফেরা একটু আলাদা। চোখেমুখে আতঙ্ক এবং বিস্ময়ের ছাপ। গতকাল রাতেই বাড়ি ফিরেছেন লালবাহাদুর কুন্ডু। সাংবাদিকদের সামনে তিনি বলেন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আসার পর তাদেরকে কাবুল থেকে কাতারে নিয়ে যাওয়া হয়। প্রশাসনিক এবং সেনাবাহিনীর সহযোগিতায় তিনি নিজের বাড়িতে ফেরেন। তবে বাড়ি ফিরতে কোনও সমস্যা হয়নি বলেই তিনি জানালেন।

