Amit Shah, Lakshmibai, “বিশ্ব মঞ্চে লক্ষ্মীবাই দেখিয়েছেন ভারতীয় নারীশক্তি”, শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ১৯ নভেম্বর: ঝাঁসির মহান যোদ্ধা রানি লক্ষ্মীবাইকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “ঝাঁসির মহান যোদ্ধা রানি লক্ষ্মীবাইজীর অনন্য সাহসিকতা এবং বীরত্ব শুধুমাত্র ব্রিটিশ শাসনকেই চ্যালেঞ্জ করেনি, বিশ্ব মঞ্চে ভারতীয় নারীদের শক্তিও দেখিয়েছে। মাতৃভূমিকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করা রানি লক্ষ্মীবাইজির সাহসিকতা আজও আমাদের জাতিকে রক্ষা করতে অনুপ্রাণিত করে। তাঁর সাহসিকতা এবং দেশপ্রেম চিরকাল প্রতিটি ভারতীয়ের হৃদয়ে বেঁচে থাকবে।”

প্রসঙ্গত, ব্রিটিশ শাসনামলে ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ হয়ে রয়েছেন রানি লক্ষ্মীবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *