শালবনীর ‘পাত্র নিকেতনে’র লক্ষ্মী আরাধনা, অনাড়ম্বরেই পুজিতা ধনদেবী

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর: দুর্গাপূজার পর এবার লক্ষ্মীপূজার আয়োজনে থাবা বসালো করোনা। শালবনী ব্লকের প্রসিদ্ধ পাত্র নিকেতনের বহু পুরানো পারিবারিক লক্ষ্মী পুজোতে জৌলুস এবার নেই বললেই চলে। শুধু আড়ম্বরই কমছে তা নয়, আসেননি দূরদূরান্তের আত্মীয়রা।

শালবনীর সারসবেদিয়ার এককালের জমিদার ‘পাত্র বাড়ি’তে লক্ষ্মী পুজো হয়ে আসছে প্রায় দুই শতকের কাছাকাছি। যেখানে পারিবারিক প্রথা ও ঐতিহ্য মেনে আরাধনা করা হয় ধনদেবীর। পুজো উপলক্ষে চলে দেদার জাঁকজমক। রঙচটা দালানে পড়ে নতুন রঙের ছোঁয়া, ঝাড়বাতি আর রকমারি আলোর রোশনাই এর ঝলকানিতে গোটা গ্রাম জুড়ে শুরু হয় আনন্দ উৎসব। বসে যাত্রার আসর, চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু করোনার কারনে এবার সেই বনেদি বাড়ির লক্ষ্মী পুজোও ফিকে হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর সারসবেদিয়া একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামেই বাস করতেন তদানিন্তন জমিদার তিতুরাম পাত্র। প্রায় দশটি মৌজার কয়েক শত বিঘা জমির মালিক ছিলেন এই তিতুরাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *