লাক্ষাদ্বীপ, মালদ্বীপ বিতর্ক পৌঁছল কূটনৈতিক পর্যায়ে! মালদ্বীপের রাষ্ট্রদূতকে সমন পাঠালো বিদেশ মন্ত্রক

আমাদের ভারত, ৮ জানুয়ারি: এবার লাক্ষাদ্বীপ, মালদ্বীপ বিতর্ক কূটনৈতিক লড়াইয়ের পর্যায়ে পৌঁছে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ পর্যটনের প্রচার নিয়ে মালদ্বীপের মন্ত্রীদের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহেবকে সমন পাঠানো হলো বিদেশ মন্ত্রকের তরফে। এই বিষয়ে দিল্লিতে সাউথ ব্লকে ইতিমধ্যেই দেখা করেছেন মালদ্বীপের হাই কমিশনার বলে সূত্রের খবর। দু’দেশের মধ্যে এই বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছে বলেও
জানাগেছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, লাক্ষাদ্বীপ, মালদ্বীপ নিয়ে বিতর্কের জেরে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। সোমবার সকালে মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহেব সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দপ্তরে উপস্থিত হন। প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কে অবমাননাকর মন্তব্য নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানাগেছে।

গত সপ্তাহে লাক্ষাদ্বীপ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে স্নোরকেলিং করেন তিনি। সে ভিডিও পোস্ট করেন। একই সঙ্গে সমুদ্র সৈকতের একাধিক ছবিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে ভ্রমণের বদলে সকলের উচিত একবার লাক্ষাদ্বীপ ঘুরে দেখা। এরপরই মালদ্বীপের মন্ত্রী আব্দুল্লাহ মাসুম মাজিদ সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে, পর্যটনস্থল হিসেবে লাক্ষাদ্বীপের প্রচার করে প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে পর্যটকদের নজর ঘোরাতে চাইছেন। সমুদ্র সৈকত পর্যটনে ভারতের থেকে অনেক এগিয়ে মালদ্বীপ। পরে মালদ্বীপের মন্ত্রী মালসা শরিফ, মরিয়ম শিউনা, আব্দুল্লাহ মাসুম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন।

রবিবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। সোশ্যাল মিডিয়াজুড়ে বিতর্কের ঝড় ওঠে হ্যাশট্যাগ বয়কট মালমালদ্বীপ ট্রেন্ড হতে শুরু করে। বিভিন্ন পর্যটন সংস্থা মালদ্বীপ বিমানের বুকিংও বাতিল করে দিয়েছে। যদিও মালদ্বীপ সরকারের তরফে সাফাই দিয়ে বলা হয় এটা মন্ত্রীদের ব্যক্তিগত মতামত, মালদ্বীপের দৃষ্টিভঙ্গির সাথে তাদের যোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *