আমাদের ভারত, হুগলী, ২০ ফেব্রুয়ারি: প্রতারণার শিকার প্রতিবন্ধী পৌঢ়। ঘটনা হুগলীর চন্দননগরের।
আবার ও ব্যাঙ্কের নাম করে ফোন করে প্রতারণা। পেটিএম এ কে ওয়াই সি করাতে গিয়ে ক্রেডিট কার্ড এ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা খোয়া গেল চন্দননগরের বাসিন্দা প্রতিবন্ধী পৌঢ় প্রণব ব্যানার্জির। কয়েক দিন আগে তার কাছে ফোন আসে তাঁর পেটিএম বন্ধ করে দেওয়া হবে একাউন্টের সাথে লিংক না করালে। জানতে চাওয়া হয় তাঁর ক্রেডিট কার্ডের নম্বর। প্রণববাবু তার ক্রেডিট কার্ডের একাউন্ট লিংক করানোর কথা বলেন তাদের। তিনি ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার সাথে সাথেই পঞ্চাশ হাজার করে দুবারে এক লক্ষ টাকা তুলে নেওয়া হয় ক্রেডিট কার্ড থেকে। ঘটনার কথা জানিয়ে চন্দননগর থানায় অভিযোগ করেন গত সাতেরো তারিখ। পুলিশ আশ্বাস দেয় সাইবার ক্রাইমে বিষয়টির তদন্ত করা হবে। যদিও বৃহস্পতিবার অবধি কোনো লাভ হয়নি।