আমাদের ভারত, হুগলী, ৯নভেম্বর :
মহিলা পুলিশ অফিসারকে অশ্লীল গালিগালাজ, ইউনিফর্ম ধরে টানাটানি, ধাক্কা দেওয়া তার সঙ্গে র্যাফের ফোন কেড়ে নিল গাড়িচালক।এই চাঞ্চল্যকরকর ঘটনা আরামবাগের পল্লীশ্রীতে। ঘটনাস্থলে আসে আরামবাগ থানার আইসি সহ বিশাল পুলিশবাহিনী। জানা গেছে,আরামবাগ থানার পুলিশ বিভিন্ন মোড়ে বাইক ও গাড়ি চেকিং করছিল।
সেই সময় একটি চারচাকা গাড়ি বাঁকুড়া থেকে আরামবাগ আসার পথে পুলিশ তাদের ধরে। এক মহিলা পুলিশ অফিসার গাড়ির চালককে কাগজ দেখাতে বলে । গাড়ির ভিতরে চেকিং করা হবে বলার পর গাড়ির মালিক তা করতে অস্বীকার করে । এরপরই মহিলা পুলিশ অফিসারের সঙ্গে বচসা বাধে। মহিলা পুলিশ অফিসারকে গালাগালি করা হয়। এক পুলিশকর্মী মোবাইলে ঘটনার ছবি তুলতে গেলে তার মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এরপরই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরামবাগের এসডিপিও জানান, গতকাল রাতে নাকা চেকিং চলছিল। সেই সময় বাঁকুড়া থেকে আসা একটি চারচাকা গাড়ির মালিকের কাছে যখন অফিসার গাড়ি চেকিং করার সময় ওই অফিসারকে হেনস্থা করা হয়। সবটাই আমাদের কাছে ফুটেজ আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ ধৃতকে আরামবাগ আদালতে পাঠানো হয় ।