আমাদের ভারত, ২৭ অক্টোবর: লাদাখে বড়সড় জয় পেল বিজেপি। লাদাখের স্বায়ত্ত পার্বত্য উন্নয়ন পরিষদের ২৬টি আসনে ভোট হয়েছিল। তাতে বিজেপির ১৫টি আসন পেয়েছে ৯টি পেয়েছে কংগ্রেস। নির্দল পেয়েছে দুটি। স্বভাবতই বিহার ভোটের আগে বিজেপি বাড়তি অক্সিজেন পেল এই জয়ে। একই সঙ্গে ৩৭০ ধারা রদ ও কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণায় লাদাখের মানুষের বিপুল জনসমর্থনের প্রকাশও ঘটল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর এই প্রথম সেখানে ভোটগ্রহণ হলো। আর ভোটের ফলে স্পষ্ট জনসমর্থন ভারতীয় জনতা পার্টির দিকেই রয়েছে। ২৬ টি আসনেই প্রার্থী দিয়েছিল কংগ্রেস ও বিজেপি। ১৯ আসনে প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি, নির্দল প্রার্থীরা ২৩টি আসনে লড়াই করেছিল।
২৩ অক্টোবর লাদাখে ভোট হয়। ৫৪ হাজারেরও বেশি ভোট পড়েছিল সেখানে। ভোটের ফলাফল থেকে স্পষ্ট ৩৭০ ধারা রদ ও কেন্দ্রশাসিত অঞ্চল গঠনে মোদী সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সেখানকার মানুষ।