কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ জানুয়ারি: শুক্রবার ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল শ্রমিক মেলা। মেলার উদ্বোধন করেন ঘাটাল বিধানসভার বিধায়ক শঙ্কর দোলুই। মেলা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন মেলায় প্রবেশের জন্য মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। প্রতিদিন সংস্কৃতিক অনুষ্ঠান হবে।
উল্লেখ্য, শ্রমিক মেলা সারা রাজ্যে হয়। শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিধিসহ বিভিন্ন দিক সম্পর্কে এই মেলার মাধ্যমে বার্তা পাঠানো হয়।
ডেপুটি লেবার কমিশনার বিতান দে বলেন, অবসরের পর নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা যে পেনশন পান সেই বিষয়ে অবগত করা এই মেলার অন্যতম উদ্দেশ্য। কিছু ক্ষেত্রে মঞ্চ থেকে উপভোক্তাদের সেই পরিষেবা দেওয়া হয়েছে।
বিধায়ক শংকর বাবু বলেন, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা যেসব পরিষেবা পান তা আমরা তুলে ধরছি। তাদের পেনশন সহ বিভিন্ন পরিষেবার কথা এই মেলা মারফত জানিয়ে দেওয়া হচ্ছে।