পুরুলিয়ায় মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর কুশপুতুল পোড়াল কুড়মি সমাজ

সাথী দাস, পুরুলিয়া, ৮ মে: কুড়মি আন্দোলনের নেতাদের সঙ্গে খালিস্তানি নেতাদের তুলনার তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিল আদিবাসী কুড়মি সমাজ। শনিবার কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেতা তথা পিংলার বিধায়ক অজিত মাইতি। কুড়মি আন্দোলনের বিরোধিতার ডাক দেওয়ার পাশাপাশি কুড়মি আন্দোলনের নেতাদের সঙ্গে ‘খালিস্তানি’ নেতাদের তুলনা টানেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর। অজিত মাইতির এই মন্তব্য সামনে আসার পরই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এরপরেই ক্ষোভে ফুঁসছে গোটা জঙ্গলমহলের আপামর কুড়মি সমাজ। ইতিমধ্যেই জেলায় জেলায় বিক্ষোভ সংগঠিত হচ্ছে।

শনিবার মেদিনীপুরে জেলা তৃণমূলের তরফে সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। মন্ত্রী মানস ভুঁইয়া, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতারা সেই সভায় উপস্থিত ছিলেন। সেই সভা থেকে কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক। সেখানে নিজেদের সম্প্রদায়ের নেতাদের এই অপবাদের প্রতিবাদ না করে চুপ থাকার জন্য মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধেও ক্ষোভে ফুঁসছে আদিবাসী কুড়মি সমাজ।

সোমবার সকালে কুড়মিরা পুরুলিয়ার জঙ্গলমহলের সিন্দরি মোড় এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর কুশপুতুল পোড়ানোর পাশাপাশি অজিত মাইতির বক্তব্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান কুড়মিরা। সেখানে জমায়েত হয়ে শাসক তৃণমূলের বিরুদ্ধেও বিক্ষোভ দেখাতে থাকেন কুড়মিরা। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন, “অজিত মাইতি প্রকাশ্যে ক্ষমা না চাইলে মঙ্গলবার জঙ্গল মহল ছাড়াও বিভিন্ন জায়গায় রাস্তায় বিক্ষোভ প্রতিবাদ জানাবো। একই সঙ্গে শ্রীকান্ত মাহাতোর ভূমিকারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *