পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: আজ কুড়মালি নববর্ষ। ২৭৭৩ কুড়মাব্দ। ভারতবর্ষের আদিমতম অধিবাসী মাহাত কুড়মি সম্প্রদায় মধু মাস, বিহা মাস, মহুয়া মাস, নিরন মাস, ধরন মাস, বেরসা মাস, রপা মাস, করম মাস, টান মাস, সহরই মাস, মাইসর মাস, জাড় মাস-এই বারমাসে বিভিন্ন কৃষিভিত্তিক আচার অনুষ্ঠানে মেতে থাকেন। সবগুলোই মূলত প্রকৃতি কেন্দ্রিক। এই নববর্ষের প্রথম দিনটিকে এরা খুবই শুভদিন হিসাবে গণ্য করেন। তাই এই দিনে বিভিন্ন শুভকার্যও করে থাকেন।

মকরসংক্রান্তিতে টুসু পরব শেষে পিঠে পুলি খেয়ে টুসু ভাসিয়ে বছর শেষ করেন। আজ সূর্যের অক্ষায়ণ যাত্রা আর এই অক্ষায়ণ থেকেই আইখ্যান যাত্রা। কুড়মি সম্প্রদায় প্রকৃতির পুজারি, এরা কৃষিভিত্তিক তাই মূলত কৃষি কাজের সূচনা করা হয় এই আইখ্যান যাত্রার দিনেই।


