আমাদের ভারত, ৫ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দু নির্যাতনের দায় মোদীর ওপর চাপালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে, বাংলাদেশে হিন্দু নির্যাতনে পশ্চিমবঙ্গে বিজেপি-র প্রতিবাদকে ‘হিন্দুত্বের ভোট মার্কেটিং’ বলে বিদ্রুপ করলেন তিনি। এনেছেন মণিপুর প্রসঙ্গও।
বুধবার সন্ধ্যায় তিনি এক্সবার্তায় লিখেছেন, “বাংলাদেশ থেকে আপত্তিকর খবর আসছেই। নরেন্দ্র মোদীর সরকার কি আঙুল চুষছে? ৫৬ ইঞ্চির সংলাপ কোথায় গেল?মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন আন্তর্জাতিক বিষয়ে রাজ্য কিছু করতে পারে না। কেন্দ্র যা করবে, রাজ্যের সমর্থন থাকবে। দরকারে রাষ্ট্রসঙ্ঘে কথা বলে শান্তিসেনা পাঠানো হোক। কিন্তু কেন্দ্র নীরব, নিষ্ক্রিয় কেন? ওপারের হিন্দুদের উপর আক্রমণ দেখিয়ে এপারে হিন্দুত্বের ভোট মার্কেটিং? বিজেপি মিছিল করার সুযোগ পাচ্ছে। দিল্লি বসে বসে দেখছে। অবিলম্বে যথাযথ পদক্ষেপ নিক কেন্দ্র। অবিলম্বে বাংলাদেশে হিন্দু নির্যাতন থামাতে হস্তক্ষেপ করুক দিল্লি। এরা মণিপুর শান্ত করতে পারে না। বাংলাদেশের ক্ষেত্রেও রহস্যময় নীরবতা। এখনই কঠোরতম বার্তা যাক দিল্লি থেকে। সচিব পর্যায়ের টিম যাক। আর ৫৬” সব দেশে ঘোরেন, বিনা আমন্ত্রণে পাকিস্তানে গিয়ে চমকের প্রচার নেন; এখন বাংলাদেশে যাবেন না কেন? যদিও মণিপুর যাওয়ার সময় হল না তাঁর।
বাংলাদেশে যা ঘটছে, প্রতিবাদ করছি। কিন্তু রাজ্য সরকারের কিছু করার এক্তিয়ার নেই। মুখ্যমন্ত্রী অবস্থান স্পষ্ট করেছেন। এখন অবিলম্বে যথাযথ পদক্ষেপ নিক দিল্লি।”