আমাদের ভারত, ১২ মার্চ: আগামী লোকসভা ভোটে জোট নিয়ে এখনও দ্বিধায় বামেরা। কংগ্রেস প্রাথমিকভাবে ৪২টি আসনের প্রার্থী ঠিক করে ফেললেও নিশ্চিত হতে পারছে না জোট নিয়ে। এই পরিস্থিতিতে মঙ্গলবার এক্স হ্যান্ডলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
তিনি লিখেছেন, “দিল্লিতে আইএনডিআই জোট, দরকারে নির্বাচনোত্তর ঐক্য। কিন্তু বাংলায় বিজেপির এজেন্ট সিপিএম, কংগ্রেসকে এক ইঞ্চি জমি নয়। অবস্থা দেখুন, তৃণমূল রাজ্য কংগ্রেসকে বাতিল করার পর তাদের জন্য বাটি হাতে অপেক্ষায় বামেরা। তৃণমূল দরজা বন্ধ করলে তারপর তারা নাকি জোট করবে। কমরেড, ইনসাফ যাত্রার নাটক শেষ? একা লড়াই করার দম নেই বামফ্রন্টের? মিডিয়া আর সোশাল মিডিয়ায় শুধু মুখেন মারিতং জগত।”