নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ ডিসেম্বর:
ফের দলে স্বমহিমায় ফিরলেন সারদায় জামিন পাওয়া কুণাল ঘোষ। শনিবার খান্নায় রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের ধর্নায় বক্তব্য রাখেন কুণাল ঘোষ। তিনি তৃণমূলের সুরে বলেন, বাংলার মানুষের নতুন করে কোন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। তবে ভোটার তালিকায় কোনও ভুল থাকলে তা সংশোধন করে নিতে পারেন।
এর পরেই বিজেপিকে সরাসরি আক্রমণের রাস্তায় নামেন একসময়ের তৃণমূলের বিদ্রোহী নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপি আগে নিজের ঘর সামলাক। তারপর না হয় দেশ থেকে সবাইকে বিতাড়িত করবে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি পারলে বিজেপি এক জনকে দেশ থেকে বিতাড়িত করুক। তারপর আমারা বুঝবো বিজেপির দম আছে। বিজেপির বিরুদ্ধে বলতে বলতে এরপর কুণাল ঘোষ কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমন করেন। তিনি বলেন, বাংলাটা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের চোখ দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতারা দেখলে ভুল করবেন। বাংলায় কোনও এনআরসি চালু হবে না বলেও জানান সাধন পান্ডে।
তৃণমূলের ধর্নায় কুণাল ঘোষের বক্তব্য রাখার সময় সাধারণ পার্টি কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। তাহলে কি ফের কুণাল ঘোষ তৃণমূলের সক্রিয় রাজনীতিতে ফিরছেন।