আমাদের ভারত, ১৯ আগস্ট: সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্টের দায়ে পুলিশের সমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিক্রিয়া দেখা দিয়েছে দুই চিকিৎসককে লালবাজারে ডাকা নিয়েও। সোমবার এক্স-হ্যান্ডলে এ নিয়ে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল ঘোষ লিখেছেন, “ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না। বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেফতার হননি কেন? মিডিয়ার প্রমোট করা তৃণমূল বিরোধী বলে?
নাগরিক সমাজ কী বলেন?”
অপর একটি পোস্টে কুণাল লিখেছেন, “প্রতিবাদী পোস্ট হলেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে, এই ন্যাকামির মিথ্যা বন্ধ করুন। প্রতিবাদ করবেন ভাবলে সঠিক ভাষায়, যুক্তিতে একশোবার করুন। হাজারবার করুন। কিন্তু ভুল তথ্য, বিকৃত অনুমান, ভুয়ো অডিও, উদ্দেশ্যপ্রণোদিত প্ররোচনা ছড়ানোর পোস্ট, নিহতের নাম-ছবি, এসব দিলে পুলিশ সতর্ক করবেই।”