আমাদের ভারত, ২৪ এপ্রিল: মৃত বিতানের স্ত্রী ও বাবা-মার মধ্যে ক্ষতিপূরণের অর্থ ভাগ করে দেওয়ার আর্জি জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ। সম্পূর্ণ ক্ষতিপূরণের পরিমাণ কেবল শ্রীমতী অধিকারীকেই দেবেন না। দয়া করে তা ভাগ করে নিন এবং বিতান অধিকারীর বাবা-মাকেও কিছু পরিমাণ অর্থ প্রদান করুন। তাঁরা সম্পূর্ণ অসহায় এবং এই ভাগ করার মধ্যে কিছু কারণ রয়েছে।
বিতানের মৃত্যুর পর, বাবা-মা আরও অসহায় হয়ে পড়েন। সরকার যদি পরিবারকে ক্ষতিপূরণ দেয়, তাহলে পিতামাতার অবস্থা আলাদাভাবে বিবেচনা করা উচিত। তাদের অনুপস্থিতিতে, অর্থটি স্বয়ংক্রিয়ভাবে শ্রীমতী অধিকারী বা মাস্টার অধিকারীর কাছে চলে যাবে। এই মুহূর্তে, পিতামাতাদেরও আর্থিক সুরক্ষা প্রদান করা উচিত। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কেন্দ্রীয় সরকারেরও একইভাবে চিন্তা করা উচিত।”