কুমারসন্ডা গ্রাম স্যানিটাইজ করল প্রশাসন

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৩ মে: নলহাটি ২ নম্বর ব্লকের কুমারসন্ডা গ্রাম স্যানিটাইজ করল প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামে লোক পাঠিয়ে রাস্তাঘাট, বাড়ির ভিতর সর্বত্র স্যানিটাইজ করানো হয়। ওই গ্রামেই দুই শ্রমিক করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে গ্রামের ৩৪ জনকে তুলে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরও কয়েকজন শ্রমিক বাইরে থেকে গ্রামে ফিরেছে। তাদের উপরও নজর রেখে চলেছে প্রশাসন। এবার গ্রামকে জীবাণুমুক্ত করা হল।

অন্যদিকে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে নলহাটি ২ নম্বর ব্লকের কুমারসন্ডা গ্রামে দুই করোনায় আক্রান্ত দুঃস্থ পরিবারের হাতে পবিত্র ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় তুলে দেওয়া হল। নলহাটি থানার পুলিশের পক্ষ থেকে করোনায় আক্রান্ত ওই দুঃস্থ পরিবারের সকল সদস্যদের হাতে নতুন জামা কাপড়, লাচ্ছা সিমুই, ফল মিষ্টি এমন কি চাল ডালও তুলে দেওয়া হয়েছে। এছাড়া ওই ব্লকের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ৩৪ জনের মধ্যে কুমারসন্ডা গ্রামের সংখ্যালঘু পরিবারের সদস্য রয়েছেন ১৬ জন। সেইসব পরিবারের হাতেও ঈদে নতুন নতুন জামা কাপড়, লুঙ্গি, গেঞ্জি, পাঞ্জাবি, টুপি, ফল, মিষ্টি তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *