ঘাটালে কৃষ্ণ মন্দিরে জন্মদিন পালন “শ্রীকৃষ্ণের”

কুমারেশ রায়, মেদিনীপুর, ৩০ আগস্ট: জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করায় ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে এসে কেক কেটে জন্মদিন পালন। দাসপুরের রসিকগঞ্জের বাসিন্দা রাজকুমার দাস তাঁর বড় ছেলে শ্রীকৃষ্ণ দাসের জন্মদিন পালন করলেন ঘাটালের কুশপাতার শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ’য়ের কৃষ্ণমন্দিরে। সাথে ছিলেন ছোট ছেলে কৌস্তব দাস। শ্রীকৃষ্ণ দাস আজ ১৭ বছরে পা দিলেন। এই বছরই সে মাধ্যমিক পাশ করেছেন।

শ্রীকৃষ্ণ দাসের মা শ্রাবণী দাস বলেন, তার বড় ছেলের জন্ম জন্মাষ্টমীর দিনে, সেই কারণেই কৃষ্ণমন্দিরে এসে আজ বড় ছেলের জন্মদিন পালন করা হল।

শ্রীকৃষ্ণ দাসের বাবা রাজকুমার দাস পেশায় একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বলেন, এই প্রথমবার ছেলের জন্মদিনে মন্দিরে এসে এইভাবে কেক কাটা হল। তিনি বলেন, পরবর্তীকালেও এরকমভাবে ছেলের জন্মদিন পালনের পরিকল্পনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *