শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ কৃষ্ণনগরের কংগ্রেস প্রার্থী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ ফেব্রুয়ারি: রাত পোহালেই পুরসভা ভোট। আর মাত্র কেয়ক ঘণ্টা বাকি। দুশ্চিন্তায় সকল প্রার্থী। সকল দলের প্রার্থীরা জোর কদমে প্রচার চালিয়েছে তাদের জয়ের আশা সুনিশ্চিত করতে। এরই মধ্যে একে অপরের উপর দোষারোপ চাপানো শুরু হয়েছে।

আজ কৃষ্ণনগর পুরসভার কংগ্রেস প্রার্থীরা শাসক দলের উপর সন্ত্রাসের অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ পত্র জমা দেয়। তাদের অভিযোগ, ভোটের কয়েকদিন আগে থেকেই তৃণমূল শহরের বেশকয়েকটি লজে বাইরে থেকে গুণ্ডাবাহিনী নিয়ে এসে রেখেছে। তাদের দিয়ে সকল ওয়ার্ডের প্রার্থীদের হুমকি দিচ্ছে। আমাদের প্রার্থীদের নানান ভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও আমাদের দলের বুথ এজেন্টদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

১৬ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সুমিত ঘোষ অভিযোগ করেন, “আমাদের শাসক দলের গুণ্ডা বাহিনী প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে, তবুও আমরা আমাদের প্রচার চালিয়ে গিয়েছে। আমারা জানি যে, শাসক দলের বহু বহিরাগত এসে রয়েছে। তারা নির্বাচনের দিন এলাকায় অশান্তি করতে পারে। সেই সম্ভাবনাতে আজ আমারা জেলা পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ পত্র জমা দিয়েছি”।

নদিয়া জেলার কংগ্রেস নেতা অসিম সাহা বলেন, “এলাকাজুড়ে শাসক দল বহিরাগতদের নিয়ে এসে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি বহিরাগতরা শহরের বিভিন্ন লজে রয়েছে। তাদের নিয়ে ভোটের দিন শাশক দল অশান্তি করবে। আমরা পুলিশ সুপারের কাছে এই মর্মে দাবি জানাচ্ছি যে, পুলিশ লজগুলিতে গিয়ে সার্চ করুক আর বহিরাগতদের গ্রেফতার করুক”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *