স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১১ মে: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ ঘিরে বুধবার শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। তার ২৪ ঘন্টার মধ্যেই সাংবাদিক বৈঠক ডেকে বিরোধী দলনেতার মন্তব্য প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিলেন কৃষ্ণ কল্যাণী।
তিনি শুভেন্দু অধিকারিকে লোডশেডিং অধিকারী বলে ব্যঙ্গ করে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমন করেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী তোলাবাজ। টেনে আনেন নারদা প্রসঙ্গও। বিধায়ক বলেন, শুভেন্দু অধিকারী অন্য একটি দলের ওয়াশিং মেশিনে গিয়ে ক্লিন হয়ে গিয়েছেন। কিন্তু জনগন সবটাই দেখেছে। ওয়াশিং মেশিনের পরিবর্তে তাকে প্লাস্টিক সার্জারির ফর্মূলা ব্যবহার করতে হবে। আয়কর হানায় অর্থ ও সোনা উদ্ধার সংক্রান্ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবী বিধায়কের। বিরোধী দলনেতা বিধায়কের নাম উল্লেখ করে এই সমস্ত কথাবার্তা বললে, মানহানির মামলা করবেন বলে এদিন সরাসরি শুভেন্দু অধিকারিকে হুঁশিয়ারি দিলেন।
প্রসঙ্গত, বুধবার রায়গঞ্জের বিধায়ককে নিয়ে বিস্ফোরক দাবী করেছিলেন বিরোধী দলনেতা। আয়কর হানায় বিধায়কের বাড়ি থেকে তিন কোটি টাকা নগদ ও ৬ কোটি টাকার অলঙ্কার উদ্ধার হয়েছে বলে দাবী করেছিলেন শুভেন্দু। এবিষয়ে আয়কর দপ্তরের বিবৃতি প্রকাশের দাবীও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।