২০২১-এর আগেই বিজেপিতে বড় ধাক্কা, পদ্মফুল ছেড়ে ঘাসফুলে গেলেন দলের প্রাক্তন মুখপাত্র

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ আগস্ট: ২০২১ এর আগে ফের বিজেপিতে বড় ভাঙন। সোমবার রাজ্য বিজেপির প্রাক্তন মুখপাত্র কৃশানু মিত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। তাঁকে এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দলের রাজ্য সদর দফতরে বিজেপির প্রাক্তন মিডিয়া সেলের ইনচার্যকে তৃণমূলে যোগদান করান রাজ্যের শিক্ষামন্ত্রী।

দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি হবার পরেই কৃশানু মিত্র বিজেপিতে বড় পদ পান। সেইসময়ে তাঁকে রাজ্য বিজেপির মুখপাত্র করেন দিলীপ ঘোষ। কয়েকদিনের মধ্যেই একটি ঘরোয়া আলোচনা সভায় রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে মতবিরোধ হয়। ঘরোয়া আলোচনায় কৃশানু মিত্র জানিয়েছিলেন, আমি জয়প্রকাশবাবুর থেকে সংঘের আদর্শ শিখব না। কৃশানু মিত্রের এমন ঠোঁটকাটা কথা মেনে নিতে পারেননি দিলীপ ঘোষের কয়েকজন ঘনিষ্ঠ। তারপর থেকেই দলে ক্রমেই কোনঠাসা হয়ে পড়েন কৃশানু মিত্র। একসময়ে সক্রিয় রাজনীতি থেকে সরে যান তিনি। কিন্তু বিজেপি নেতা শমিক ভটাচার্যের সঙ্গে নিয়মিত সক্ষ্যতা থাকার জন্য তার প্রচারে যেতেন।

লোকসভা ভোট শেষ হতেই কৃশানু মিত্র প্রকাশ্যে রাজ্য বিজেপি নেতাদের সমালোচনা করতে থাকেন। যদিও এরমধ্যেই বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার সঙ্গে সম্পর্ক রেখে চলতেন তিনি। ২০২১ সামনে। হয়তো কৃশানু মিত্র বুঝতে পারছেন বিজেপির মোহভঙ্গ না করতে পারলে তার রাজনৈতিক কেরিয়ার শেষ। তাই সংঘের আদর্শ ছেড়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *