আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের শালবনিতে মৃত কৃষকদের সাতটি পরিবারকে কৃষক বন্ধু প্রকল্প দু লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। ৬০ বছর বয়সের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবার এই অনুদান পেয়ে থাকে। শুক্রবার শালবনি ব্লকের তেমনই ৭ টি কৃষক পরিবারের হাতে দু লক্ষ টাকার করে চেক তুলে দেওয়া হয়েছে। শালবনি পঞ্চায়েত সমিতির কৃষি বিভাগের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে এই চেক তুলে দেওয়া হয়।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, সহ-সভাপতি বুলবুল হাজরা, শালবনি ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় মালাকার, শালবনি পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাদক্ষ লক্ষ্মীকান্ত ঘোষ পূর্ত কর্মাদক্ষ সন্দীপ সিংহ ও শালবনি ব্লকের কৃষি আধিকারিক অমিত বিশ্বাস।