সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৫ এপ্রিল: নববর্ষের পর অক্ষয় তৃতীয়া। কভিড ১৯ গ্রাস করে নিয়েছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ। অনেক ব্যবসায়ী, দোকানদার ভেবেছিলেন নববর্ষে হালখাতার পুজো অক্ষয় তৃতীয়া তিথিতে করবেন। কিন্তু দেশের পরিস্থিতি উদ্বেগজনক থাকায় লকডাউন জারি রয়েছে। অত্যাবশ্যকীয় দ্রব্যের দোকান ছাড়া সব ব্যবসা বন্ধ। খোলার অনুমতি নেই অন্য কোন দোকানের।
তাঁদের আশা ছিল অক্ষয় তৃতীয়ায় লকডাউন শেষ হবে। সে আশাও গেল বিফলে রবিবার এই সেই তিথি। এই দিনও নানা শুভ অনুষ্ঠান করে থাকেন আপামর বাঙালি। কিন্তু অধিকাংশ দোকানপাট বন্ধ। বেশির ভাগ দোকানি এবার পুজো বন্ধ রেখেছেন। ফলফুলের বাজার হাটে লোকজন নেই। লকডাউনে অনেকের দোকানে এবার পুজো বন্ধ।