জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ আগস্ট: শুক্রবার কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে সুসজ্জিত ট্যাবলো বের হয়েছিল। গোপীবল্লভপুর নয়াগ্রাম বেলপাহাড়ি লালগড় বিনপুর ঝাড়গ্রাম শহর এবং গড়বেতা চন্দ্রকোনা ঘাটাল খড়গপুর নারায়ণগড় সহ বিভিন্ন এলাকায় কন্যাশ্রী প্রকল্পের ট্যাবলো ঘুরতে দেখা গেছে। এদিন মেদিনীপুর কালেক্টরেট থেকে একটি সুসজ্জিত ট্যাবলো বের হয়। ট্যাবলোটির আনুষ্ঠানিক সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক প্রণব বিশ্বাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রতিমা দাস, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মামনি মান্ডি সহ প্রশাসনিক আধিকারিকরা। ট্যাবলোটি পুরো জেলা পরিক্রমা করে।