দেউচা-পাঁচামীর মানুষের পাশে কলকাতার সমাজকর্মী দল

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: দেউচা-পাঁচামীর মানুষদের পাশে দাঁড়াতে শনিবার কলকাতা থেকে একদল বিশিষ্ট সমাজ কর্মী সেখানে যাচ্ছেন।

শুক্রবার রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা এ খবর জানিয়ে এই প্রতিবেদককে বলেন, “পরিবেশ এবং এলাকাবাসীদের স্বার্থ উপেক্ষা করে বলপূর্বক কোনও প্রকল্প করা অনুচিত।“ প্রতিনিধিদলে থাকার কথা সাংসদ বিকাশ ভট্টাচার্য এবং ‘সেভ ডেমোক্রাসি ফোরাম’-এর প্রতিনিধি হিসাবে কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, সরকারি চারু এবং কারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দিপালী ভট্টাচার্য প্রমুখের।

এদিকে, সিপিআই (এম-এল) লিবারেশন-এর রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার জানিয়েছেন, এই প্রকল্পে উচ্ছেদ হবে হাজার হাজার গ্রামবাসী, যাদের পরম্পরাগত জীবিকা হলো কৃষিকাজ আর পাথর ভাঙ্গার কাজ। তথাকথিত বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের মৌখিক আশ্বাসে প্রলুব্ধ না হয়ে, আদিবাসী বাসিন্দাদের এক বৃহৎ অংশ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রকল্প ঘোষণার পরে পরেই দেশের এনার্জি সেক্টরের বেসরকারীকরণের মাধ্যমে মুনাফার প্রধানতম গৌতম আদানীর কলকাতায় এসে মুখ্যমন্ত্রী সঙ্গে রুদ্ধদ্বার আলোচনায় পিডিসিএল নয়, আদানী পাওয়ারের হাতে এই রাষ্ট্রীয় সম্পদ হস্তান্তরের আশঙ্কাকে মান্যতা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *