আমাদের ভারত, জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বর:
ইউনেস্কোকে ধন্যবাদ জানতে রাজ্যের সব জায়গায় সঙ্গে জলপাইগুড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল জেলা প্রশাসন৷ বৃহস্পতিবার শহরের সমাজ পাড়ার রবীন্দ্রভবনে শোভাযাত্রা সূচনা হয়। বেগুনটারি, কদমতলা, ডিভিসি রোড, থানা মোড় হয়ে সমাজ পাড়ায় এসে শেষ হয়। এই শোভাযাত্রার জেলার ১১৪ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশ গ্রহণ করে৷
কলকাতার দুর্গা পুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সব জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এ দিন৷ উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, মন্ত্রী বুলুচিক বড়াইক ও জনপ্রতিনিধিরা। র্যালিতে অংশ গ্রহণ করেন কয়েক হাজার মানুষ। কোনো পুজো কমিটি পুরুলিয়ার ছৌ নাচ, আবার কেউবা দুর্গা, রাম লক্ষ্মণ সেজে শোভাযাত্রার অংশ গ্রহণ করেন৷ পালকি করে দুর্গা নিয়ে যেতে দেখা যায়। অন্যদিকে কেউ শাখ, ঢাক, ধামসা বাদল, ব্যান্ড পার্টি বাজিয়ে র্যালিতে অংশ গ্রহণ করেন৷ এছাড়া মহিলারা হলুদ, সাদা শাড়ি পড়ে ব্যানার হাতে ইউনেস্কোকে ধন্যবাদ জানান। শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারাও শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, “স্কুল পড়ুয়া, সমস্ত ক্লাব সকলেই র্যালিতে অংশ গ্রহণ করেছেন৷ উৎসবের সঙ্গে র্যালি হল শহরে।”