সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৬ জানুয়ারি: মুখোশ পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ইতিমধ্যেই দেশজুড়ে প্রতিবাদে নেমেছে ছাত্র-ছাত্রীরা৷ রবিবার রাত থেকেই প্রতিবাদ শুরু করে দিয়েছেন মুম্বইয়ের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা৷ সেই ঘটনাতে এবার ছাত্র গর্জন শুনল কলকাতাও।
সোমবার সকাল থেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করছে কলকাতার পড়ুয়ারাও। যাদবপুর, কলকাতা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেন ছাত্র-ছাত্রীরা। একই ভাবে কলেজস্ট্রিট চত্বরেও মিছিল বের হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্রপরিষদের পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি পালন করে ডিএসও ছাত্র সংগঠনও।
অন্যদিকে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও মোমবাতি মিছিল করেছেন৷ ধর্নায় বসেছেন হায়দরাবাদে ছাত্রছাত্রীরা৷ কলকাতার পাশাপাশি পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সস্টিটিউট-এর ছাত্র-ছাত্রীরাও বিক্ষোভ দেখাচ্ছেন৷ পড়ুয়াদের পাশাপাশি প্রতিবাদে মুখর হয়েছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও।