নীল বনিক, কলকাতা,১২ জানুয়ারি: কলকাতা বন্দরের নাম পরিবর্তন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পোর্টট্রাষ্টের মোদী নাম কলকাতা বন্দরের নাম রাখলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর।
কলকাতা বন্দেরের ১৫০ তম জন্মবার্ষিকিতে এদিন নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যের আগে সেভাবে উপস্থিত দর্শকরা কেউ বুঝতেই পারেননি। রবিবার সকালে বাঙালিকে একেবারে তাক লাগিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কলকাতা বন্দরের নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঘোষনার পরেই পুরো স্টেডিয়াম করতালিতে কেঁপে ওঠে।
তারপরেই প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির নামে বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, ভারতের অখন্ডতাকে বজায় রাখতে তার মতো মহাপুরুষের আবেদন ভোলার মতো নয়। স্বাধীনতার পরেও তাঁর অবদান দেশবাসী চিরকাল মনে রাখবে। তিনি শুধু বাঙালির মনে নয়, গোটা দেশের মানুষের মনে রয়েছেন। দেশগড়ার কাজে শ্যামাপ্রসাদের অবদানকে আমরা কোনও দিন অস্বীকার করতে পারবো না। বাংলার সহ মনীষীদের মতো শ্যামাপ্রসাদের অবাদন সমাজে কম নয়। শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতার মাঝেমাঝে করতালির ঝড় বইতে থাকে, যা প্রধানমন্ত্রী দর্শক আসনের দিকে লক্ষ রেখে উপভোগ করেন। সাত সকালেই প্রধানমন্ত্রীর এমন উপহারে নেতাজি ইন্ডোরে খুশি শ্যামাপ্রসাদ মুখার্জির গুনমুগ্ধরা।