বড়দিনে শহরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা কলকাতা পুলিশের, মাতলামি করলেই গ্রেফতার

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৪ ডিসেম্বর: শীতে উৎসবের মরসুমেও একদিকে সিএএ বিরোধী এবং অন্যদিকে সিএএ সমর্থন মিছিলে আগে থেকেই উত্তপ্ত শহর কলকাতা। তাই এবারের উৎসবের মরসুম সামলানো কিছুটা চ্যালেঞ্জ পুলিশের কাছেও। সেই কারণে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, তার জন্য প্রত্যেক বছরের মত এবারও ২৪ ডিসেম্বর এবং ২৫ ডিসেম্বর সারা শহর জুড়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল কলকাতা পুলিশ। সাধারণ নিরাপত্তার পাশাপাশি নেওয়া হয়েছে বেশ কিছু বাড়তি নিরাপত্তাও।

লালবাজারে যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম জানান, বড়দিন উপলক্ষ্যে শহরে নামছে কলকাতা পুলিশের অতিরিক্ত ৫০০০ ফোর্স। শহরের ৫০টি গুরুত্বপূর্ণ চার্চে বড়দিনের আগের দিন ২৪ ডিসেম্বর এবং বড়দিনের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যেহেতু মুখ্যমন্ত্রী যান, সেই কারণে সেন্ট পলস ক্যাথিড্রালে ২৪ ডিসেম্বর বিকেল ৬ টা এবং ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে খোলা হবে।

অন্যদিকে, শুধুমাত্র ২৫ ডিসেম্বর ৪-৯ টা পর্যন্ত পার্ক স্ট্রিট বন্ধ থাকবে। ঢোকা ও বেরোনোর জন্য রাস্তা একমুখী করে দেওয়া হবে। পার্ক স্ট্রিটের পশ্চিম দিক দিয়ে মানুষ ঢুকবেন এবং পূর্ব দিকের রাস্তাগুলি হয়ে বেরিয়ে যেতে পারবেন। রাত ১২ টা পর্যন্ত মানুষকে খোলা মনে আনন্দ করতে দেওয়া হবে। কিন্তু তার পর রাত ১২ টা থেকে ভোর ৩ টে পর্যন্ত এলাকা জুড়ে ব্লক রেড চালানো হবে। কোথাও মাতলামি করলে বা সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ঘটনা ঘটালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে গ্রেফতার করা হবে।

গোটা পার্ক স্ট্রিট এলাকাকে ৪ টি সেক্টরে ভেঙে দেওযা হযেে। ডিসি সাউথ মিরাজ খালিদ সহ মোট ৪ ডেপুটি কমিশনার দায়িত্বে থাকবেন। এছাড়াও পর্যায়ক্রমে ঘুরবেন পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা। রাত ৯ টা থেকে শহরে ৬০ টি পয়েন্টে নাকা চেকিং করা হবে। থাকবে পুলিশের বজ্র নামক জলকামান, ২০ টি অতিরিক্ত সিসিটিভি, ১১ টি ওয়াচ টাওয়ার, বাইনোকুলারে নজরদারি এবং মোটরসাইকেলে টহলদারি। পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে ১৫ টি। থাকছে ৩ টি এইচআরএফএস, রিভার ট্রাফিক পুলিশ, ৬ টি বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল এবং ৯ টি অ্যাম্বুল্যান্স। গোটা শহরে থাকছে ১০০-রও বেশি পিকেট।

এছাড়াও শহরের পাঁচতারা হোটেল, নাইট ক্লাব, রেস্তোরাঁ এবং শপিং মলগুলিতেও বিশেষ ভাবে নজরদারি থাকছে। মেট্রো রেলেও থাকছে বিশেষ নজরদারি। বিশেষ করে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান এবং রবীন্দ্র সদন স্টেশনে থাকবে অতিরিক্ত পুলিশ ফোর্স। ওসি মেট্রো রেল নিয়মিত যোগাযোগ রাখবেন লালবাজার কন্ট্রোল রুমের সঙ্গে। এছাড়াও সাব-ইনস্পেক্টর এবং কনস্টেবলদের দিয়ে মৌলালি থেকে মল্লিকবাজারের দিকে হাঁটাপথে নজরদারি রাখা হবে। সব মিলিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন এর উত্তেজনাপূর্ণ আবহে নিরাপত্তায় কোনওরকম ফাঁকফোকর রাখতে চাইছে না লালবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *