নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ আগস্ট: ২৮ আগস্ট মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুমতি বাতিল করল কলকাতা পুলিশ। তাই মহাজাতি সদনে সোমবার রাতে ছাত্রপরিষদের মঞ্চ ভাঙ্গে জোড়াসাঁকো থানার পুলিশ। করোনার জন্যই মঞ্চ করে ছাত্রপরিষদকে কর্মসূচি পালন করার অনমতি দিল না লালবাজার। যদিও ছাত্রপরিষদের মঞ্চ ভাঙ্গার জন্য কলকাতা পুলিশকেই দায়ী করা হয়।

ছাত্রপরিষদের তরফে বলা হয় পুরসভা, দমকল ও লালবাজারকে জানিয়ে মহাজাতি সদনে মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়েছে। তিনদিন কাজ হয়েছে। তারপরে কোনও রকম অর্ডার ছাড়াই মঞ্চ ভেঙ্গেছে লালবাজার। ছাত্রপরিষদের তরফে বলা হয় তারা মঞ্চ ভাঙার অর্ডার দেখতে চেয়েছে। কিন্তু পুলিশ কোনও রকম অর্ডার দেখায়নি বলে অভিযোগ ছাত্রপরিষদ নেতৃত্বের।


