শোলের ছবি দিয়ে প্রতারণার ব্যাপারে সচেতনতার চেষ্টা কলকাতা পুলিশের

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, কলকাতা, ৮ এপ্রিল: প্রায় ৪৭ বছর আগের জনপ্রিয় ছবি ‘শোলে’-র দুটি স্থির চিত্র ও কল্পিত সংলাপ দিয়ে মানুষের কাছে প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকার প্রচার করছে কলকাতা পুলিশ। পোস্ট করার ৫২ মিনিটের মধ্যে বেলা ৪টা ৯ মিনিটে এটিতে লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা যথাক্রমে ৪৫৮, ১৭ ও ২৯।

শুক্রবার দুপুরে ফেসবুকে কলকাতা পুলিশের পোস্টে দেখা যাচ্ছে হেমা মালিনীকে কিছু বলছেন আমজাদ খান। পোস্টের বক্তব্য, আমজাদ হেমাকে বলছেন, “তোর ফোনে যে ওটিপি গেছে সেটা আমায় বল’। ঠিক নিচেই সেই বিখ্যাত খন্ডদৃশ্য যেটায় বন্দি ধর্মেন্দ্রর দু‘হাত বাঁধা। তাতে তিনি বলছেন, “বাসন্তী প্রতারকদের সঙ্গে ওটিপি শেয়ার কোরোনা”।

‘শোলে’-র কাহিনী চিত্র লেখার সময় কি কারোও মাথায় এসেছিল ওটিপি-র জালিয়াতি এভাবে লক্ষ লক্ষ মানুষকে চিন্তায় ফেলবে? এর জন্য বিভিন্ন স্তরে প্রচার চালিয়েও মানুষকে পূর্ণ সচেতন করা যাচ্ছে না। তবে, নিঃসন্দেহে কলকাতা পুলিশের এই সচেতনতার চেষ্টা প্রশংসনীয়।

১৯৭৫ সালের অ্যাকশন-অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘শোলে’ পরিচালনা করেছিলেন রমেশ সিপ্পী এবং প্রযোজনা করেছিলেন তাঁর বাবা জি. পি. সিপ্পী। কাহিনী অনুসারে, দুই সাধারণ অপরাধী বীরু ও জয়কে (ধর্মেন্দ্র ও অমিতাভ বচ্চন) প্রাক্তন পুলিশ অফিসার নিযুক্ত করেন নিষ্ঠুর ডাকাত গব্বর সিংকে (আমজাদ খান) ধরবার জন্যে। হেমা মালিনী এবং জয়া ভাদুড়ি অভিনয় করেছেন বীরু ও জয়ের প্রণয়ী রূপে।

শোলে ভারতের অন্যতম শ্রেষ্ঠ এবং ধ্রুপদী চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। ২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট প্রকাশিত সর্বকালের “শীর্ষ দশটি ভারতীয় চলচ্চিত্র” তালিকাতে এটি প্রথম স্থান পায়। ২০০৫ সালে ৫০তম ফিল্মফেয়ার পুরস্কারের বিচারকরা এটিকে “৫০ বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র” বলে চিহ্ণিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *